
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীণতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই) ফাজিল মাদ্রাসা কামিল (¯œাতকোত্তর) স্তরে উন্নীত হওয়ায় শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বাদ যোহর মাদ্রাসার হলরুমে আয়োজিত শুকরানা দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. ইউনুছ আলী। ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক একেএম শামসুজ্জোহা এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. মো. তাজাম্মুল ইসলাম, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মাও. মো. শামসুদ্দিন, শিক্ষার্থী ফাহাদ, মারুফ এবং কোরআন তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের মোজাহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ফুলবাড়ীয়া বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। তিনি বলেন, অত্র উপজেলায় এ প্রতিষ্ঠানটি একমাত্র কামিল স্তরে উন্নীত হওয়ায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টা আজ সফল হয়েছে। এখন থেকে কামিল শ্রেণিতে পড়াশুনার জন্য শিক্ষার্থীদেরকে অত্র উপজেলার বাহিরে যেতেে হবে না। এ সময় তিনি ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে, বিগত ০২/০৩/২০২৩ইং তারিখে অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের তৃতীয় সংবিধি-২০২৩ অনুযায়ী গঠিত ০৩ সদস্যের পরিদর্শন টীম গত ৩০/০৪/২০২৫ইং তারিখ সরেজমিনে মাদ্রাসা পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে মাননীয় ভাইস চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে গত ২১/০৫/২০২৫ইং তারিখ রেজিস্ট্রার ও মাদ্রাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো: আইউব হোসেন স্বাক্ষরিত কামিল (¯œাতকোত্তর) ২ বছর মেয়াদি হাদিস বিভাগে প্রথমিক পাঠদান অনুমতির বিষয়ে অফিস আদেশ অধ্যক্ষ বরাবরে প্রেরণ করেন। যার স্মারক নং- ইআবি/পরি/কামিল.প্রা.পা/ময়-২৪৬/২০২৪/১৪৭৬১২।