বাংলাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকারের মালামাল আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শত ঊনষাট টাকা মূল্যের বিপুল পরিমান ঔষধ, কসমেটিক্স সামগ্রী, মাদকদ্রব্য এবং চকলেট আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ২০ মে ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল ও আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, ফুসকা, জিরা, চিনি, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১০,৭২,৬৫৯/-(দশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শত ঊনষাট) টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button