বাংলাদেশ

শার্শায় তক্ষক সহ দুজন গ্রেপ্তার

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:যশোরের শার্শায় বন্য প্রাণী তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২০ মে ভোরে উপজেলার উলাশী ইউনয়িনের মাটিপুকুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক দুজন হলো উপজেলার মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মামুনুর রশিদ (৪২)।

পুলিশ জানায়, মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে তক্ষক প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী করিম হোসেনের ঘর থেকে প্লাস্টিকের বাস্কেটের মধ্যে রাখা একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।

র্শাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, র্দীঘদিন ধরে বিভিন্নস্থানে তক্ষক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল এ চক্রটি।তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা হয়োেছে।

র্শাশা থানায় করিম হোসেনের বিরুদ্ধে একই অপরাধরে আরও একটি মামলা রয়েছে।

আটকদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button