বাংলাদেশ

রাজধানীর মতিঝিল রাজউক অফিসের সামনে বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহাল দাবিতে রাজউক ঘেরাও কর্মসূচি

টাইমস ২৪ ডটনেট : ঢাকা সিটি ল্যান্ড ওনার্স এসোসিয়েশন (DCLOA) বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহাল দাবিতে আজ ২০ মে রাজউক ঘেরাও কর্মসূচি পালন করেন সাধারন জনতা । পতিত সরকারের কতিপয় দোসরদের প্রেসক্রিপশনে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশকাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তড়িঘড়ি কবে দেশের স্বার্থবিরোধী বেআইনী ড্যাগ ২০২২-২০৩৫ প্রকাশ করা হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেড়ে নেওয়া হয় ঢাকা মহানগরের ভবন নির্মাণের অধিকার। সৃষ্টি করা হয় নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। যাহার ফলে কৃষি জমি ও বন্যা প্রবাহ এলাকা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। এই বৈষম্যমূলক ড্যাপের জন্য এখনও পতিত স্বৈরাচারী সরকারের সুবিধাবাদি কয়েকজন নগর পরিকল্পনাবিদ মায়া কান্না করে বেড়াচ্ছে নিজস্ব স্বার্থ হাদ্দিদের জন্য। তারা একটি মহলের হয়ে ঢাকা থেকে নাগরিকদের বের করে দিতে চাচ্ছে। আবাসন খাত ধ্বংশ হলে বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হবে এবং বহু লোক বেকার হবে। ড্যাপের কারণে নির্মাণ খাত ইতিমধ্যেই ব্যাপক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে। সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হাবে কমে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, লিংকেজ প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে যাচ্ছে। অতএব এই বে-আইনী ড্যাপ অতি দ্রুত বাতিল করে জনবান্ধব নতুন ড্যাপ প্রণয়ন করতে হবে।

ফার কমিয়ে দেওয়ার ফনে ভূমি মালিকগণ ভবন নির্মাণে নিরুৎসাহিত হন্দেন। ফলশ্রুতিতে পাড়া-মহল্লার রাস্তা-ঘাটগুলো অগ্রমশই থেকে যাচ্ছে এবং ফাঁকা জায়গাগুলো/সেমিপাকা জায়গাগুলো/পুরাতন জরাজীর্ণ ভবনগুলো অস্বাস্থ্যকরই থেকে যাচ্ছে, যেখানে মাধক সেবক এবং অবৈধ কার্যকলাপ সহ বহুরকমের পরিবেশ বিপর্যয়কর কার্য্য সম্পাদিত হয়। এক কথায় ঢাকা শহরের ৮০ শতাংশ এরিয়াকে অপরিকল্পিত রেখে নগরবাসীকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেনে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের বিপর্যয় হবে অন্যদিকে নগরবাসীগণ আবাসনের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা ব্যতীত ঢাকা শহরের সকল জায়গায় ইমারত তৈরি করার ক্ষেত্রে উচ্চতা এবং আয়তন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়, এভাবে সৃষ্টি করা হয়েছে জনগণের মধ্যে বৈষম্য। কুচক্র মহলটি যোনা পানিতে মাঘ শিকার কবে ভূমি মালিকদের নিঃস্ব করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির পায়তারা করছে।
আমরা বহুবার বিভিন্ন দপ্তরে গিয়েছি, আবেদন নিবেদন করেছি, কিন্তু আমাদের কান্না কেউ শুনছে না। জমির মালিক হওয়া সত্ত্বেও আমরা আজ মৌলিক অধিকারের অন্যতম আবাসন তৈরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। ঢাকা মহানগরের ড্যাপ ২০২২-৩৫ এর বিতর্কিত ড্যাপ এর বিধি-বিধানগুলো স্থগিত করে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর আলোকে ভবন নির্মাণের অনুমতি প্রদান করতে হবে। আমাদের যেহেতু জমির স্বল্পতা আছে সেই বিবেচনায় ঢাকা মহানগরের মহল্লাগুলোর রাস্তা প্রশস্ত করণ ও জনস্বার্থে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর বিধি বিধান অনুদাবে ভবন নির্মাণের অনুমতি প্রদান করতে হবে।
বৈষম্য ও অসঙ্গতিপূরণ ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
জলাধার আইন ভঙ্গ করে প্রণীত ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
স্বৈরাচার আমলে প্রণীত বৈষম্য মূলক ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
কৃষি জমি ধ্বংসকারী ড্যাপ বাতিল চাই
জনস্বার্থ বিরোধী ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
পতিত সরকারের নীল নকশা বাস্তবায়নকারী ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
কৃষি জমি ধ্বংসকারী ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই।
বন্যা প্রবাহ এলাকা ভরাটের লাইসেন্সকৃত ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
বৈষম্যমূলক ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
পতিত সরকারের দোসরদের স্বার্থে পরিকল্পনাবিধ দ্বারা সম্পাদিত ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
অপরিপক্ষ নগর পরিকল্পনাবিধ দ্বারা সম্পাদিত ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
পরিবেশ বিপর্যয় কারী ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাই
২০০৮ এর নির্মাণ বিধিমালা অনুযায়ী বাড়ি চাই।
জনস্বার্থ বিরোধী বিধিমালার সংশোধন চাই
ঢাকা শহরের রাস্তা সর্বনিম্ন ২০ ফুট হওয়া চাই
আগের নিয়ম অনুয়ায়ী বাড়ির উচ্চতা চাই
বৈষম্যমুক্ত দেশ চাই, ভবিষ্যৎ প্রজন্মের আবাসন নিশ্চিত করতে চাই
বৈষম্যমূলক ড্যাপ বাতিল করো না হয় রাজউক চেয়ারম্যন পদত্যাগ করো। (5 টি)
পরিবেশের অযুহাতে কোন বৈষম্য চলবে না।

Related Articles

Back to top button