খিলক্ষেতে বিএনপি নেতা হাবিবুল্লাহর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

এস.এম.নাহিদ:রাজধানীর খিলক্ষেতের ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ হাবিবের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বটতলায় অবস্থিত ‘গোল্ডেন ফিউচার গার্ডেন’ নামক একটি ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান হেলাল উদ্দিনের কাছে এই অর্থ দাবি করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে রাজিব সহ ৪/৫ জনের একটি দল রিকশাযোগে খিলক্ষেত বটতলার প্রজেক্টের গেটের সামনে আসে। তারা গেটের ভিতরে প্রবেশ করে এবং কোম্পানির চেয়ারম্যান হেলাল উদ্দিনকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হেলাল উদ্দিনকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জমির মালিক ২ লক্ষ টাকায় সমঝোতা হয়।বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
দিন দুপুরে বিএনপি’র একজন ওয়ার্ড সভাপতির এমন কান্ডে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।