
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় দুই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে আহত করেছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৪ মে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক শাহজালাল ও ছাত্রদল ওয়ার্ড সদস্য নাদিম একই এলাকার মাদক ব্যবসায়ী মনির,নাজমুল ও নিলয় কে মাদক ব্যবসায় বাঁধা দিলে ছাত্রদল সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাদিমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে । পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।