বাংলাদেশ

অবশেষে পুলিশের জালে আটক শার্শার আনোয়ার ওরফে আইনাল

বেনাপোল(যশোর)সংবাদদাতা :অবশেষে পুলিশের জালে আটক হয়েছে যশোরের শার্শা পল্লীর বহুরুপী প্রতারক আনোয়ার হোসেন ওরফে আইনাল (৪৭)। সোমবার গভীর রাতে তাকে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

শার্শা থানাপুলিশ জানিয়েছেন,তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৩০টি মামলাসহ ১বছরের সাজা রয়েছে।দীর্ঘদিন যাবত সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো।
আটককৃত আনোয়ার ওরফে আইনাল যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া এলাকার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন যবত সে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বেনাপোল ও যশোরসহ বেশ কয়েকটি স্থানের ব্যাংক থেকে নিজের নাম ও আইডি কার্ড বারংবার পরিবর্তণ করে ৫০ কোটি টাকার উপরে লোন নিয়ে আত্মসাৎ পূর্বক পালিয়ে বেড়াচ্ছিলো।সে একজন বহুরুপী প্রতারক বলে জানান তারা।
এ বিষয়ে শার্শা উপজেলার নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান,আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হওয়ায় পুলিশ দীর্ঘদিন যাবত তাকে খুঁজতেছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button