বাংলাদেশ

শেওড়াপাড়ায় ৮টি ভবন উচ্ছেদ ৭ মিটার জব্দ ৮ লক্ষ্য জরিমানা করে রাজউক

টাইমস ২৪ ডটনেট :রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ৮টি ভবন নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নকশা বহির্ভূত এসব ভবনের আংশিক অপসারণসহ মিটার জব্দ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় কয়েক ভবনকে ৮ লাখ টাকা জরিমানাও করে অভিযান পরিচালনাকরে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অনুমোদন করা নকশার বাইরে ভবন নির্মাণের কাজ পরিচালনা করায় মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকার বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাজউক।
ভবন নির্মাণের ক্ষেত্রে ভয়েড ও ভবনের সামনে চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা না রাখায় বেশ কয়েকটি ভবনেরই নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়।


এসময় উপস্থিত ছিলেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রে বেলায়েত হোসেন জনান, তিন দফায় নোটিশ দেয়ার পরও নকশা বহিভূর্তভাবে কাজ পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করে রাজউক ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত সকল ভবনের ক্ষেত্রে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জনান।
এ সময় উপস্থিত ছিলেন, অথরাইজড অফিসার শেগুফতা শারমীন আশরাফ,সহকারী অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন,প্রধান ইমারত পরিদর্শক সুলতানা আফসানা ইয়াছমিন,ইমারত পরিদর্শক মোঃ মোহন হোসেন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button