বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেতে ৩জন আটক

এস.এম.নাহিদ :রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজার হতে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল।শনিবার (১০ই মে) রাত আনু: ১১:৩০ মিনিটে এই তিনজনকে আটক করা হয়।আটককৃত ব্যাক্তিরা হলেন- খোকন,রহিম ও হেলাল মিয়া।

সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকেই খিলক্ষেত কাঁচাবাজারে চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন এই তিন ব্যাক্তি।একাধিক অভিযোগ ও মামলা রয়েছে এদের বিরুদ্ধে।আটক খোকন খিলক্ষেত থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।এছাড়া নিজেকে খিলক্ষেত রেলওয়ে কাঁচাবাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিতেন বিভিন্ন মহলে।আটক রহিম নিজেকে রেলওয়ে কাঁচা বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক বলে পরিচয় দিতেন।সপ্তাহ দুয়েক আগেও এই চাঁদাবাজির অভিযোগে জেল থেকে জামিনে বেরিয়ে এসেছেন।আর হেলাল মিয়া বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এই তিনজনকে প্রথমে হাজীক্যাম্পে অবস্থিত সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে সকাল ৭ টায় তাদেরকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এব্যাপারে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-(২১/০১/২৫)।

Related Articles

Back to top button