বাংলাদেশ

ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

টাইমস ২৪ ডটনেট : ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহিদ হাসান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ মে) সন্ধ্যায় ভালুকার তামাট-বাটাজের সড়কে তামাট বাজারের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাহিদ হাসান মোটরসাকেল চালিয়ে বাড়ি থেকে তামাট বাজারে যাচ্ছিলেন। কিছুটা যেতেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাল গাছের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা খোঁজ পেয়ে জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত জাহিদ হাসান তামাট গ্রামের  আব্দুল কাদেরের ছেলে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি পাশের সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে।

Related Articles

Back to top button