
বেনাপোল প্রতিনিধি:রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে ৯মে শুক্রবার জুম্মার নামাজের পর বেনাপোলে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ওপ্রতবিাদ সমাবেশটি বেনাপোল এর সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ছাত্র ও শিবিরের কর্মীরা অংশ গ্রহণ করেন।মিছিলটিবেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যা কারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন।.
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন।
বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মাত্র ৬% নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন এখনো ৯৪ পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অবস্থান করছে।এসব আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে থেকে বিভিন্ন উস্কানি মূলক কাজ করে যাচ্ছেন।অবিলম্বে আওয়ামী লীগের নেতা কর্মীদের পালাতে সহযোগিতা না করে আটকের দাবি করেন।