
ফুলবাড়িয়া প্রতিনিধি, মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক হাফিজুল ইসলাম স্বপন ও বছির আহম্মেদ এর মাতা এবং সাংবাদিক নয়নমনি”র পিতার মৃত্যুতে শোক প্রস্তাব শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেছেন সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান। ফুলবাড়িয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকা পোঁড়ানোর ঘটনায় অত্র সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গৃহিত হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম এর সঞ্চালনায় ক্লাবের নামে সোনালী ব্যাংক পিএলসি, ফুলবাড়িয়া শাখায় যৌথ স্বাক্ষরে পরিচালিত একটি হিসাব খোলা, মাসিক চাঁদা নির্ধারন, কল্যাণ তহবিল খোলা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়েছে এবং প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করে বিশেষ ক্রেস্ট তুলে দেন ফুলবাড়ীয়া প্রেসক্লাব।
এসময় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের ধর্মীয় সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইনকে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানের দিন তিনি পারিবারিক সমস্যার কারণে অনুপস্থিত ছিলেন। পরে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।