
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম।
উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়েনে সরকারীভাবে বরাদ্দকৃত ১৪১টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ৬৪ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, কামরুন্নাহার, অন্যান্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।