বাংলাদেশ

৮ মামলার আসামী ও ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ চোর আব্দুল আজিজকে গ্রেফতার জিআরপি পুলিশ

টাইমস ২৪ ডটনেট : ঢাকা রেলওয়ে পুলিশের ছিনতাই -চুরি বিরোধী বিশেষ অভিযান : ০৮ মামলার পলাতক আসামী ও ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ চোর আব্দুল আজিজ(৫৫) গ্রেফতার।
গত ০৫/০৫/২৫ তারিখ রাত অনুমান ২১:১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া কক্সবাজার জেলার টেকনাফ থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত কুখ্যাত চোর/ছিনতাইকারী আব্দুল আজিজ (৫৫)’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবত রেলস্টেশন, লঞ্চ স্টেশনসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে ভিড়ের মধ্যে যাত্রীদের পকেট মার ও চুরির সাথে জড়িত। আসামী আব্দুল আজিজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত ০৮টি মামলা আছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানায় গ্রেফতারি ওয়ারেন্ট আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button