topআন্তর্জাতিক

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

টাইমস ২৪ ডটনেট: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ব্যাপক বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে গুজরাটের বিভিন্ন জেলায় অনেক গাছ উপড়ে পড়েছে এবং ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) বলেছে, প্রতিবেশী পাকিস্তান ও ভারতের রাজস্থান রাজ্যের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে গুজরাটে প্রাক-মৌসুমি বৃষ্টিপাত চলছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটজুড়ে প্রবল বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।রাজ্যের স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বৃষ্টিপাতের কারণে রাজ্যের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন এবং ১৬ জন আহত হয়েছেন।
গুজরাটের কৃষি বিভাগের সচিব আঞ্জু শর্মা বলেন, ‘‘আমরা ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও প্রতিবেদন পাইনি।’’ দেশটির পশ্চিম উপকূলীয় এই রাজ্য তুলা, জিরা ও ধান উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।তিনি বলেন, রাজ্যের সব জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আজ আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। এর আগে, গত এপ্রিলে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলীয় কিছু রাজ্য এবং নেপালের কিছু অংশে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র রয়টার্স।

Related Articles

Back to top button