বাংলাদেশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন বেনাপোলে মহান মে দিবস পালন করেছে।

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:মালিক শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’এ শ্লোগানকে সামনে রেখে বেনাপোলে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (০১মে)সকালে বেনাপোল বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অন্যান্য সংগঠন পৃথক পৃথক ভাবে মহান মে দিবসের শোক র‍্যালি,আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও র্পোট থানা জামায়াতে ইসলামীর নেতা-র্কমীরা এক শোক র‍্যালি শেষে নিহত শ্রমিকদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় র্কম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল র্পোট থানার আমির রেজাউল ইসলাম,র্পোট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী,জামায়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মতিয়ার রহমান,মাওলানা ইলিয়াস আলী, মাওলানা নুরুল হক,ইয়ানুর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button