
টাইমস ২৪ ডটনেট, ঢাকা: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার পিতার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও তার বাবা সম্মানিত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিজ অর্থায়নে মুরাদনগর এর জাতীয় পার্টি ছেড়ে আসা বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মুরাদনগর এর কিছু সংখ্যালঘু সাম্প্রদায়ের লোকজন দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও তার বাবা সম্মানিত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীত সংবাদ সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনের মিথ্যা তথ্য সরবরাহ করে সাংবাদিকদের ভিভ্রান্তি করেছে। তাদের মনগড়া লিখিত বক্তব্য রচনা আকারে পাঠ করেন। পাঠ শেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে কিছু প্রশ্ন করলে তারা তা সঠিক জবাব না দিয়ে দ্রুত সাংবাদিক সম্মেলনের স্থান ত্যাগ করেন।
সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মুরাদনগরের উন্নয়নের বিষয় প্রশ্ন করলে তারা কোন উত্তর না দিয়ে নীরবতা পালন করেন। উপস্থিত আরো একজন সাংবাদিক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিক সম্মেলনে আগত এক ব্যক্তি বলেন আনিত অভিযোগ গুলোর বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া টোটালি জড়িত নয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হবে এই বিষয়টি অবগত করা হয়নি। তবে এমন মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মুরাদনগরের স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ করেছেন।