বাংলাদেশ

কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান

ফুলবাড়িয়া প্রতিনিধি : এসএসসি, এইচএসসি কৃতি শিক্ষার্থীদের, শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রধান করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে সিসিডিবি গারোর বাজার জোনের আয়োজনে এসএসসি, এইচএসসি কৃতি শিক্ষার্থী এবং মেডিকেলে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের, শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রধান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়ার মালাকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেড অব এমএফপি সোলাইমান সিদ্দিক, সিসিডিবি রাজশাহী জোনের জুনাল কোর্ডিনেটর আবু সাইদ, ঢাকা জোনের রণজিৎ সাহা, সোনালী ব্যাংক গারোবাজার শাখার ব্যবস্থাপক তৈয়মুর খা, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন ও সিসিডিবি ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button