বাংলাদেশ

ফুলবা‌ড়ীয়ায় ৩‌ কে‌জি গাঁজা সহ আটক ৪

মো. আ. জব্বার : ময়মন‌সিং‌হের ফুলবা‌ড়ীয়া থানা পু‌লি‌শের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ‌নিবার (২৬ এ‌প্রিল) সন্ধ‌্যা ৬টার দি‌কে উপ‌জেলার রাধাকানাই উচ্চ বিদ‌্যাল‌য়ের সাম‌নে পাকা রাস্তা হ‌তে এস. আই ‌মো. আব্দুর রাজ্জাক ও সংগীয় ফোর্স অভিযান প‌রিচালনা ক‌রে

২কে‌জি গাঁজা সহ ২জন‌কে আটক ক‌রেন। আটককৃতরা হ‌লেন কোতুয়ালী থানার পাড়াইল গ্রা‌মের আ: আ‌লিম এর পুত্র আল আ‌মিন (২৪) ও ত্রিশাল থানার উজান দাসপাড়া গ্রা‌মের ‌খোকন এর পুত্র আকাশ (২৬)।
অপর‌দি‌কে শ‌নিবার (২৬ এ‌প্রিল) দিবাগত রাত পৌ‌নে ২টার দি‌কে ফুলবা‌ড়ীয়া উপ‌জেলার গাড়াজান গাংপাড় এলাকায় চান মিয়ার বসত বাড়ীতে এস. আই জহুরুল হক ও সংগীয় ফোর্স অ‌ভিযা‌নে চা‌লি‌য়ে ১কে‌জি গাঁজা সহ স্বামী-স্ত্রী‌কে আটক ক‌রেন। আটককৃতরা হ‌লেন গাড়াজান গ্রা‌মের ইউসুফ আলীর পুত্র চান মিয়া (৪৬) ও চান মিয়ার স্ত্রী লাকী আক্তার (৩২)।
উদ্ধারকৃত ৩ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। এ ব্যাপারে ফুলবা‌ড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফুলবা‌ড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান জানান, আসামী‌দের‌কে গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

Related Articles

Back to top button