
সোমবার হারুন আই ফাউন্ডেশন ও হাসপাতালে অধ্যাপক ডাঃ খন্দকার জিয়া উল ইসলাম জিয়া চক্ষু অপারেশন করবেন। বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা চাটার এ্যাকাউনটেন্ট, মাসিক অক্ষর এর সম্পাদক মণ্ডলীর সভাপতি এ,কে,এম,আমিনুল হক ও জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃবেলাল উদ্দীন আহাম্মেদ খোঁজ খবর নেন। তারা বলেন গত ১৫ বছর দেশের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকায় আপনার কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মজলুম রাজনৈতিক দল গুলো স্মরণ রাখবে। তারা বলেন আমরা সকলেই আপনার সুস্হতার জন্যে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি। হক সাহেব বলেন তারেক রহমান এর কর্মী হিসাবে আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। দৈনিক শিকল এর সম্পাদক হিসাবে জাতির পাশে থাকায় আমরা গনতন্ত্রে বিশ্বাসীরা আপনার পাশে থাকবে।