
টাইমস ২৪ ডটনেট :রাজধানীর কলাবাগান এলাকায় নির্মাণাধীন নকশাবহির্ভূত ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কলাবাগান এলাকায় রাজউকের অথরাইজড অফিসার ইন্জিনিয়ার মোঃ ইলিয়াস নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অথরাইজড অফিসার সাংবাদিকদের জানান, গত ১৭/০৪/২৫ রাজউকের জোন ৫/২ এর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময়ে ৪৪/১ হোল্ডিংস্থ ল্যানকো ডেভেলপমেন্ট এর একটি ০৪ তলা নির্মানাধীণ ইমারতে মহামান্য হাইকোর্ট রীটের রায়ের কপি দেখালে, কোর্টের অাদেশকে মান্য করে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা না করে, কোম্পানি প্রতিনিধি কে ব্যত্যয় না করে কাজ করার জন্য মোটিভেট করা হয়
এবং ভবিষ্যতে রাজউক এই রীটের বিরুদ্ধে মামলা পরিচালনা করলে তারা হেরে যাবেন এবং তাদের কোম্পানির সুনাম নষ্ট হবে, প্রজেক্ট ভ্যালু কমবে এবং রাজউক চেয়ারম্যান মহোদয় যে নির্মানাধীন ইমারত বিষয় ০% টলারেন্স নীতি বাস্তবায়ন করতেছেন সে বিষয়ে অবহিত থাকবে বলে জানান।
তিনি আরো বলেন, যদিও হাইকোর্ট রীটে আদেশ অনুযায়ী তাদের আরো কিছু সময় অবকাশ ছিলো কিন্তু তাঁরা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং নিজ দায়িত্বে ব্যত্যয় অপসারণ করবেন মর্মে অবহিত করলে।
আমরা ছুটির দিন আজকে শনিবার সাইটে উপস্থিত থেকে রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ লাল দাগ দেয়ে মার্কিং করে দেয়া হয় এবং আজকেই সে অনুযায়ী অপসারণ শুরু করেছেন।
এ সময়ে ল্যানকো ডেভেলপমেন্ট এর প্রজেক্ট ম্যানেজার দিদারুল অালম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে লাল দাগ দিয়ে চিহ্নিত সকল ব্যত্যয় নিজ দায়িত্বে অপসারণ করে রাজউককে অবহিত করবেন এবং ভবিষ্যতে এ ধরনের রাজউকের নকশার ব্যত্যয় করবেন না।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজউক জোন ৫/২ এর অথরাইজড অফিসার ইন্জিনিয়ার মোঃ ইলিয়াস, প্রধান ইমারত পরিদর্শক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।