বাংলাদেশ

স্বপন সাংবা‌দি‌কের মাতা আর নেই : প্রেসক্লা‌বের শোক

মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সদস্য, দৈ‌নিক ভো‌রের কাগজের ফুলবা‌ড়িয়া উপ‌জেলা প্রতি‌নি‌ধি হাফিজুল ইসলাম স্বপন এর মমত‌াময়ী মা হোস‌নে আরা বেগম (৭০) বুধবার (২৩ এ‌প্রিল) বি‌কেল ৫টার দি‌কে বার্ধক‌্যজ‌নিত কার‌ণে বৈলাজান গ্রা‌মে নিজবা‌ড়ি‌তে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। বুধবার রাত ১০ঘ‌টিকায় নিজবা‌ড়ি‌তে জানাযা নামাজ শে‌ষে মরহুমার লাশ সামাজিক গোরস্থা‌নে দাফন করা হয়। জানাযা নামা‌জের পূ‌র্বে কথা ব‌লেন উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারী ডা: আব্দুর রাজ্জাক, সাপ্তা‌হিক ফুলখড়ি প‌ত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান, ফুলবাড়ীয়া প্রেস ক্লা‌বের সহসভাপ‌তি ১, মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হা‌লিম,
সমাজ সেবক আব্দুল আ‌লিম আব্দুল্লাহ এবং মরহুমার একমাত্র পুত্র সাংবা‌দিক হা‌ফিজুল ইসলাম স্বপন। তি‌নি ১পুত্র, ৩ কন‌্যা সহ অসংখ‌্য আত্মীয় স্বজন রে‌খে‌গে‌ছেন। তি‌নি ডায়া‌বে‌টিস ও শ্বাসকষ্ট রো‌গে ভুগ‌ছি‌লেন। উ‌ল্লেখ‌্য য়ে, ১৯৯৫ সা‌লে সাংবা‌দিক হা‌ফিজুল ইসলাম স্বপনের পিতা মিজানূর রহমান‌ মারা যান।
শোক প্রকাশ: সাংবা‌দিক হা‌ফিজুল ইসলাম স্বপনের মাতার মৃত‌্যূ‌তে ফুলবাড়ীয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ, ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান পৃথক বিবিৃ‌তি‌তে মরহুমার রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে শোকস‌ন্তোপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।

Related Articles

Back to top button