
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩৫শ কৃষক পাচ্ছেন বিনামূল্যে আউশ ধান বীজ ও সার। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্বর হতে বিতরণের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মেহেরুন্নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শমসের আলী, কৃষকদলের আহ্বায়ক মীর আছির উদ্দিন শিখন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এ প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক পাবেন ১ বিঘা জমির জন্য ৫কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার।