
টাইমস ২৪ ডটনেট: ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে পারমাণবিক আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট নয়।তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা দুই সপ্তাহ আগে শুরু হয়েছে এবং আলোচকরা ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে দুবার একে অপরের সাথে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে এই আলোচনা আগামী শনিবার অব্যাহত থাকার কথা রয়েছে। ISNA-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বুধবার ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের কথা উল্লেখ করে করেছেন: ইরানের অবস্থান স্পষ্ট। দুর্ভাগ্যবশত, আমরা মার্কিন অবস্থানের জন্য একই সংজ্ঞা ব্যবহার করতে পারি না। তিনি আরও বলেন: আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা বেশিক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে পারি না।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, যিনি বুধবার মস্কোতে বৈঠকের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরামর্শের জন্য বেইজিং গিয়েছিলেন। আগামী শনিবার অনুষ্ঠেয় আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার সম্ভাবনা কীভাবে দেখছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন: এই আলোচনা সঠিক পথে এগোচ্ছে, তবে এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি এবং আমরা সতর্ক আশাবাদী। আরাকচি জোর দিয়ে বলেন: যদি যুক্তরাষ্ট্র গঠনমূলক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখে এবং অবাস্তব ও অসম্ভব দাবিগুলো এড়িয়ে যায়, তাহলে আমি নিশ্চিত যে আমরা শেষ পর্যন্ত একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারব।
এই প্রসঙ্গে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি মঙ্গলবার মার্কিন কাউন্সিল অন ফরেন রিলেশনসের সভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। গ্রোসি বলেন: আমি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ব্যাপারে সতর্ক আশাবাদী। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকারী দলগুলোর জানা উচিত যে পশ্চিম এশিয়া এবং বিশ্বের শান্তি দুই পক্ষের আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে।
মার্কিন সংবাদ সংস্থা “অ্যাসোসিয়েটেড প্রেস” মন্তব্য করেছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা বিশেষজ্ঞ পর্যায়ের পর্যায়ে পৌঁছেছে, যা কিনা আলোচনায় দ্রুত অগ্রগতির লক্ষণ ।ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য “আবুল ফজল জাহরেভান্দ” ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা সম্পর্কে বলেছেন: বর্তমানে, উভয় পক্ষই আলোচনার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট।