
টাইমস ২৪ ডটনেট: একজন মার্কিন বিশ্লেষক ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তিকে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের নিরাপত্তার গ্যারান্টি বলে মনে করেন না। পার্সটুডের তথ্য বলছে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসি’র সিনিয়র ফেলো ডোনাল্ড জেনসেন আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত খনিজ সম্পদ বিষয়ক সমঝোতা স্মারক কিয়েভের জন্য কোনও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে না।তার মতে, ট্রাম্প প্রশাসন ইউক্রেন সংকট সমাধানের চেয়ে মস্কোর সাথে বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু আমেরিকার বেশিরভাগ মানুষ এ ধরণের পদক্ষেপের বিরোধী।মার্কিন বিশ্লেষক ওয়াশিংটনের সঙ্গে মস্কোর আলোচনা সম্পর্কে বলেছেন, মস্কো আলোচনাকে দুই পক্ষেরই বিজয় হিসেবে দেখে না, বরং তার নিজস্ব লক্ষ্য বাস্তবায়নের সুযোগ হিসেবে দেখে।
আমেরিকার আগের সরকারের তত্ত্বাবধানে কিয়েভের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক যে চুক্তি হয়েছিল সেটার লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজ (লিথিয়াম এবং নিকেল) উত্তোলনে সহযোগিতা জোরদার করা।মার্কিন কংগ্রেসের কিছু রিপাবলিকান সিনেটর মনে করেন, ঐ চুক্তিতে ইউক্রেনকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। ট্রাম্প এবং তার সহযোগীরা মার্কিন বাণিজ্য স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চুক্তিটি পুনর্বিবেচনা করতে চায়।
সূত্র: পার্সটুডে।