
টাইমস ২৪ ডটনেট, ঢাকা : শাহিদুর রহমান শাহিদ বাংলাদেশের সাংবাদিকতা জগতে এক সুপরিচিত, সৎ ও পরিশ্রমী নাম। ১৯৭৪ সালের ৩০ নভেম্বর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল তার গভীর আগ্রহ। শিক্ষাজীবনে তিনি বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতা জীবনের সূচনা হয় মাত্র ১৮ বছর বয়সে, ১৯৯২ সালে। সে সময় তিনি জামালপুরের সাপ্তাহিক পূর্বকথা পত্রিকার বেলগাছা ইউনিয়ন প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। মেধা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে খুব অল্প সময়েই বড় পরিসরে কাজ করার সুযোগ পান। পরের বছরই তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন। পাশাপাশি সাপ্তাহিক জামালপুর বার্তা, দৈনিক সমকাল (প্রথম দিককার সময়), এবং দৈনিক ডেসটিনি পত্রিকায় ইসলামপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন সাপ্তাহিক উর্মি বাংলা পত্রিকা। সম্পাদক ও প্রকাশক হিসেবে প্রায় এক দশক এই পত্রিকাটি দক্ষতা ও জনপ্রিয়তার সঙ্গে পরিচালনা করেন।
এরপর ঢাকায় এসে শুরু হয় তার পেশাগত সাংবাদিকতার নতুন অধ্যায়। প্রথমে দৈনিক প্রভাত পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। তিন বছর পর পুনরায় দৈনিক বাংলাবাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে ফিরে আসেন।
২০০৭ সালে দৈনিক ভোরের ডাক পত্রিকায় সহসম্পাদক হিসেবে যোগ দিয়ে শুরু হয় তার সম্পাদকীয় দায়িত্ব পালন।
২০০৯ সালে তিনি যুক্ত হন দেশের অন্যতম পুরনো পত্রিকা দৈনিক সংবাদ-এর সঙ্গে। এরপর ২০১২ সালে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় প্রথমে মফস্বল সম্পাদক এবং পরে নগর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশ-এর সম্পাদকের দায়িত্ব নেন। তার দক্ষ নেতৃত্বে অল্প সময়েই পোর্টালটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরে, ২০২২ সালে তিনি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। এক বছর পর তিনি দৈনিক সাহস পত্রিকায় একই পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক জনতা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
তার একটি জাতীয় দৈনিক নবপ্রকাশ পত্রিকার ডিক্লারেশন নেওয়া আছে, যা শিগগিরই প্রকাশিত হবে। নিজ জেলা জামালপুরে রয়েছে শুভকাল নামে একটি দৈনিক পত্রিকার ডিক্লারেশন। পত্রিকা দু’টির সম্পাদক ও প্রকাশক তিনি।
প্রশিক্ষণ ও সদস্যতা
তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া তিনি স্কিটি (SKITI) থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন, যা তার নেতৃত্ব দক্ষতা ও সামাজিক উদ্যোগে বিশেষ অবদান রাখতে সহায়ক হয়েছে।
তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
সামাজিক উদ্যোগ
সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায়ও তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। অসহায় ও বয়স্ক মানুষের সেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন একটি মানবিক সংগঠন, ব্রজপান্ডা। এই সংগঠনটি অসহায় প্রবীণদের তাদের নিজ বাড়িতে থেকেই সেবা প্রদান করে, যা স্থানীয়ভাবে প্রশংসিত একটি অনুকরণীয় উদ্যোগ।
ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্ব
শাহিদুর রহমান শাহিদ এক পুত্র ও এক কন্যার জনক। তার স্ত্রী একজন গৃহিণী। ছেলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত এবং কন্যা আইন বিষয়ে (LLB) অনার্স করছেন।
তিনি একজন হাস্যোজ্জ্বল, সদাচারী ও বিনয়ী মানুষ, যিনি সাংবাদিক সমাজে একজন ভালো মানুষ হিসেবে বিশেষভাবে স্বীকৃত। পেশাদারিত্ব, সততা, মানবিকতা এবং দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
তার জীবন কেবল একজন সফল সাংবাদিকের গল্প নয়, বরং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল একজন মানুষের অনুপ্রেরণামূলক যাত্রা।