
টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনকে আরো ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেলি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের মাধ্যমে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে।বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজে রয়েছে লক্ষাধিক ড্রোন, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন এবং সামরিক যানবাহনের মেরামতের অর্থ। এ সহায়তা প্যাকেজ যুক্তরাজ্য থেকে ইউক্রেনের জন্য ধারাবাহিক সামরিক সহায়তার অংশ হিসেবেই প্রদান করা হচ্ছে।এর মধ্যে ৩৫০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য, আর বাকি অর্থ আসবে নরওয়ে থেকে, ইউক্রেনের জন্য যুক্তরাজ্য-নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে। তহবিলের ১৬০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে ইউক্রেনকে আগে সরবরাহ করা যানবাহন ও সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য।যুক্তরাজ্য জানিয়েছে, সহায়তা প্যাকেজের অংশ হিসেবে একটি ‘সম্মুখ যুদ্ধের’ পরিকল্পনাও রয়েছে, যার মধ্যে রয়েছে রাডার সিস্টেম, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন এবং লক্ষাধিক ড্রোন— যার মোট মূল্য ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।হেলি বলেন, এই গোষ্ঠীর কাজ ইউক্রেনকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, যুদ্ধ ভুলে গেলে শান্তি বিপন্ন হবে, তাই আজকের এ বড় সহায়তা প্যাকেজ ইউক্রেনকে সম্মুখভাগে লড়াইয়ে নতুন শক্তি যোগাবে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব হলো ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়া।এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ৫০টি দেশের একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি। এ বিষয়ে হেলি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে।
এর আগে গত মাসে লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলনের পর ইউক্রেনের জন্য ১.৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তির ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এটি পূর্ব-ঘোষিত ২.২ বিলিয়ন পাউন্ডের ঋণের অতিরিক্ত, যা রাশিয়ার জমাকৃত সম্পদের মুনাফা থেকে সামরিক সহায়তা প্রদানে ব্যবহৃত হবে।