topসারাদেশ

গাজা জ্বললেও কনসার্টে মত্ত সৌদি আরব

টাইমস ২৪ ডটনেট: মধ্যপ্রাচ্যের আকাশে যখন গর্জে উঠছে যুদ্ধবিমান, ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুরা যখন রক্তে ভেসে যাচ্ছে, তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আল-উলায় চলছে ডিজে পার্টি ও আলোক উৎসব। গাজার রক্তাক্ত প্রেক্ষাপটে সৌদির এই বিলাসিতা ও উদযাপন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।গাজার ভেতরে চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। হাসপাতাল, স্কুল, সংবাদকেন্দ্র— কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে।এর মধ্যেই স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) পবিত্র মদিনা শহরের খুব কাছাকাছি আল–উলায় অনুষ্ঠিত হয় একটি বড় আকারের কনসার্ট। খবর মিডল ইস্ট মনিটর।

Related Articles

Back to top button