
নিজস্ব প্রতিবেদক : মার্চ ফর গাজা সফল করার লক্ষে পুরান ঢাকা থেকে এক বিশাল মিছিল বের করে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা এসময় মিছিলে নেতৃত্ব দেন।
নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম
মুয়াজ্জিন হাফেজ আবু বক্কর
হাজি জাবেদুর রহমান জাবেদ,
হাজি শাহ আলম, ব্যারিস্টার সাইফর রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি
মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক
বাবুবাজার জামে মসজিদের খতিব মুফতি জিয়াউর বিননূর
মহিউদ্দিন, খাজা কালু, নাজু, খাজা সাজ্জাদ, তরিকুল ইসলাম অনিক, রাজিব চৌধুরী, সুজন খান সহ এলাকাবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার তৌহিদী জনতা
বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় অংশ নেয়।
প্রথমে নবাববাড়ি জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে নবাববাড়ি পুকুর পাড় খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয়।পরে বাবুবাজার মাজারের সামনে কয়েক মসজিদের খতিব ও মুসল্লিরা জমায়েত হয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ যোগ দেন তারা
শেষে টিএসসি এলাকায় আগত দের মাঝে খাবার পানি খেজুর বিতরণ করা হয়।