
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪হাজার ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০৭জন পরীক্ষার্থী।
এদের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৩জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষায় ৫০জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে স্ব স্ব কেন্দ্রর কেন্দ্র সচিবগণ জানিয়েছেন।
জানাগেছে,এসএসসি পরীক্ষায় ফুলবাড়ীয় সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে,এখানে ২৩জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। একইভাবে আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার অংশগ্রহন করে ৮৭৮জন, অনুপুস্থিত থাকে ১৯জন, পলাশীহাটা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ৭৩০জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ৭২৪জন, এই কেন্দ্রে অনুপস্থিত থাকে ৬জন এবং মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৬৬৯জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৬৪জন, এই কেন্দ্রে অনুপস্থিত থাকে ৫জন পরীক্ষার্থী। কারিগরি বোর্ডের অধীনে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৭৪জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭০জন এবং অনুপস্থিত থাকে ৪জন।
অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে ফুলবাড়ীয়া কে. আই সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৭১৫জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ গ্রহণ করে, এই কেন্দ্রে অনুপস্থিত থাকে ৩১জন এবং আছিম তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ গ্রহণ করে, এই কেন্দ্রে অনুপস্থিত থাকে ১৯জন পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, উপজেলায় মোট সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪হাজার ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ১০৭জন পরীক্ষার্থী। অত্র উপজেলায় সুন্দর পরিবেশে সুষ্ঠু-শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।