বিনোদন

তামান্নার ভিডিও নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়!

টাইমস ২৪ ডটনেট, বিনোদন ডেস্ক: দক্ষিণী নায়িকাদের মধ্যে আইটেম ড্যান্সার হিসেবে বেশ জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিশেষ করে আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন; এরপর থেকেই আইটেম গানের কাজ পান অভিনেত্রী।কয়েকদিন আগেই খবর পাওয়া যায়, ‘রেইড টু’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তাকে। এর পর থেকেই আলোচনায় তামান্না।
সম্প্রতি ‘রেইড টু’ সিনেমার আইটেম গানের সেই শুটিং সেট থেকেই তামান্নার একটি ভিডিও ভাইরাল। যা ইতোমধ্যে বেশ হইচই ফেলে দিয়েছে। সে থেকে ঝড়ের গতিতে ছড়িয়েও পড়ছে ভিডিওটি।সেই ভিডিওতে দেখা যায়, তামান্নার পরনে সাদা আর সোনালির কম্বিনেশনের ঝলমলে ব্রালেট ও হাই স্লিট লেহেঙ্গা। সেখানে ব্যাকআপ ডান্সারদের ঘিরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তামান্না। তখন বেশ আবেদনময়ী লাগে অভিনেত্রীকে; রীতিমতো ছড়ান উষ্ণতা।তামান্নাকে এমন লুকে দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে তার ভূয়সী প্রশংসা করেছেন।

 

Related Articles

Back to top button