topআন্তর্জাতিক

ইস্তাম্বুলে বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কূটনীতিকরা

টাইমস ২৪ ডটনেট: ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নতুন দফা আলোচনায় বসতে চলেছে। মূলত দুই দেশের মধ্যে কূটনীতি শক্তিশালী করতে এই বৈঠক হবে। এছাড়া ইউক্রেন বিষয়েও কথা হবে দুই দেশের মধ্যে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আমি নিশ্চিত করছি এটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বৈঠকটি ইস্তাম্বুলে হবে।এই বৈঠকে রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী (রাশিয়া ও মধ্য ইউরোপ) সোনাতা কুল্টার।

Related Articles

Back to top button