
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে বাংলাদেশ কৃষি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ কৃষি ব্যাংক এর প্রধান কার্যালয়ের সামনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক ভবন থেকে রাস্তায় নেমে মানববন্ধন করে। সেসময় বিভিন্ন প্রতিবাদী ব্যানার, পোস্টার, প্লে কার্ড হাতে ছিল। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন ।
গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়ে এই মানববন্ধনকারীগণ।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। মানববন্ধনে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান করে সরকারের কাছে দাবি জানান তারা।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। তাদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডি এম ডি (১) আব্দুর রহিম, ডি এম ডি (২) খান ইকবাল হোসেন, জাতীয়তাবাদী ফোরামের ডি জি এম জাহাঙ্গীর হোসেন, সমন্বয়ক ডি জি এম লিয়াকত হোসেন, সি বি এ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমুখ।