
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীণতম দ্বীনি প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই) ফাজিল মাদরাসার ২০২৫ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ঘটিকায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয় মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: ইউনুছ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: আবুল ফজল। ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক একেএম শামসুজ্জোহা এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. মো: তাজাম্মুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: এখলাছ উদ্দিন, প্রভাষক মো: আব্দুল্লাহ, সহকারী মৌলভী কামরুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক মো: আবু তাহের, ফাজিল শ্রেণির শিক্ষার্থী তাহসিনুল আবরার লিছান, পরীক্ষার্ক্ষীদের পক্ষে মো: মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তারিকুল ইসলাম এবং হামদ পরিবেশন করেন তারান্নুম মাসুমা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।