বাংলাদেশ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেনাপোলে জামায়াতে ইসলামীর মিছিল

বেনাপোল প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে যশোরের স্থল বন্দর বেনাপোলে জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও পথ সভা আয়োজন করে। সোমবার (৭ এপ্রিল ) বিকালে বেনাপোল জামেমসজিদ সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী শার্শা থানা শাখা আমির রেজাউল ইসমসল,বেনাপোল পোট থানা শাখার সেক্রেটারী মাওলানা ইউছুফ আলি,বেনাপোল পৌর শাখা কমিটির আমির আব্দুল জলিল,পৌর শাখা কমিটির সেক্রেটারী নুরুল ইসলাম,
বেনাপোল থানা বিভাগের সেক্রেটারী মাওলানা রেশাসাত আলি ও মিডিয়া বিভাগের সেক্রেটারী জারিদুল ইসলাম সহ প্রমূখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ হামলা বন্ধের দাবি করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

Related Articles

Back to top button