বাংলাদেশ

ফুলখ‌ড়ি”র সম্পাদক মন্ডলীর সভাপ‌তি শেখ সাদী”র শ্বাশুড়ী না ফেরার দে‌শে

মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া সদর ইউ‌নিয়ে‌নের চৌদার (উত্তরপাড়া) গ্রা‌মের বা‌সিন্দা ‌মো: আলতাব আলী”র স্ত্রী, সাপ্তা‌হিক ফুলখ‌ড়ি প‌ত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপ‌তি মো: শেখ সাদী এর শ্বাশুড়ী এবং পাটুলী উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক মো: মকবুল হো‌সেন (বিএস‌সি) এর মাতা হা‌রিছা বেগম (৭৫) গত বৃহস্প‌তিবার (৩ এপ্রিল) বেলা ২ ঘ‌টিকায় বার্ধক‌্যজ‌নিত কার‌ণে চৌদার গ্রা‌মে নিজবাড়ী‌তে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তি‌নি স্বামী, ৫ ছে‌লে, ৩‌ মেয়ে সহ অসংখ‌্য আত্মীয় স্বজন রে‌খে‌গে‌ছেন।

ঐ‌দিন বাদ মাগ‌রিব নিজবাড়ী সংলগ্ন মা‌ঠে জানাযা নামাজ শে‌ষে মরহুমার লাশ পা‌রিবা‌রিক গোরস্থা‌নে দাফন করা হয়। জানাযা না‌মা‌জের পূ‌র্বে প‌রিবা‌রের প‌ক্ষে কথা ব‌লেন মরহুমার ছে‌লে পাটুলী উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক মো: মকবুল হো‌সেন (বিএস‌সি), নাজাযা নামা‌জে ইমাম‌তি ক‌রেন জামাতা মো: শেখ সাদী।
এ ছাগাও মরহুমার জানায‌া নামা‌জে জনপ্রতি‌নি‌ধি, শিক্ষক, সাংবাদক সহ সমা‌জের বি‌ভিন্ন শ্রেনি ও পেশার লোকজন অংশ নেন।

শোক প্রকাশ : মরহুমার রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ক‌রে‌ছে ফুলখ‌ড়ি প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. নূরুল ইমলাম খান সহ ফুলখ‌ড়ি প‌রিবার।

Related Articles

Back to top button