বাংলাদেশ

ফুলবাড়িয়ায় সিএন‌জি-ল‌রি সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের আহত ৮

‌মো. আ. জব্বার: ময়মন‌সিং‌হের ফুলবা‌ড়িয়ায় সিএনজি ও লরির মুখোমুখি সংঘর্ষে একই প‌রিবা‌রের অন্তত ৮ জন আহত হয়েছে ব‌লে খবর পাওয়া গে‌ছে।

ঈ‌দের পর‌দিন মঙ্গলবার (১ এ‌প্রিল) রাত সাড়ে আটটার দিকে কেশরগঞ্জ টু শিবগঞ্জ সড়‌কের বৈলাজান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ল‌রি চালক রু‌বেল পা‌লি‌য়ে গে‌লেও ল‌রি‌টি‌কে আটক ক‌রে স্থানীয় জনতা।

দূর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মোফাজ্জল হো‌সেন (৫০), তার স্ত্রী মু‌র্শিদা বেগম (৪৫), ছে‌লে র‌নি মিয়া (২২), মেয়ে মারুফা (১৯) না‌তি মানসুরা (৫) শাহ‌রিয়ার (১৭ মাস), ও নাতনী মি‌থিলা (৯) এবং ড্রাইভার রব্বানী (২৩)। মোফাজ্জল হো‌সে‌নের বা‌ড়ি উপ‌জেলার কালাদহ ইউ‌নিয়‌নের শিবরামপুর গ্রামে।
স্থানীয়রা আহত‌দের‌কে উদ্ধার ফুলবাড়িয়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করেন। প‌রে তা‌দের অবস্থা আশংকাজনক দে‌খে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রেন।
শিবরামপুর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আব্দুর রাজ্জাক জানান, আমার জেঠা‌তো ভাই মোফাজ্জল হো‌সেন মুক্তাগাছা উপ‌জেলার কা‌শেমপুর গ্রা‌মে তার শ্বশুরবাড়ী থে‌কে দাওয়াত খে‌য়ে বা‌ড়ি‌তে ফেরার বৈলাজান মো‌ড়ে পৌ‌ছ‌লে এ দূর্ঘটনা ঘ‌টে।

এ বিষ‌য়ে ফুলবা‌ড়িয়া থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো: রোকনুজ্জামান ব‌লেন, দূর্ঘটনার খবর পাওয়ার পর ল‌রি গা‌ড়ি‌টি‌কে স্থানীয় মেম্বা‌রের জিম্মায় রাখা হয়ে‌ছে এবং ভাঙ্গা সিএন‌জি‌টি থানা হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে লি‌খিত অ‌ভি‌যোগ পে‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Related Articles

Back to top button