
টাইমস ২৪ ডটনেট :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগ কর্তৃক অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ এবং আটক হয়েছে। অদ্য ০২ এপ্রিল ২০২৫ তারিখে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ এলাকায় কর্তব্যরত থাকাকালীন ঢাকা থেকে ব্যাংকক গামী থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটের সম্মানিত যাত্রীদের প্রি বোর্ডিং তল্লাশি চলাকালীন সময়ে দুপুর ১২৫০ ঘটিকায় একজন যাত্রীর ব্যাগে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তা কর্মী সশস্ত্র নিরাপত্তা প্রহরী নুরুন নাহার এবং আমজাদ হোসেন উক্ত ব্যাগ হতে এনডোর্সবিহীন ১২ হাজার (১২,০০০) অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করেন। এ ঘটনায় উল্লেখিত যাত্রীকে উদ্ধারকৃত মুদ্রাসহ পরবর্তী কার্যক্রমের জন্য বিমানবন্দরের কাস্টমস বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ কামরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগের নিরাপত্তা কর্মীবৃন্দ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর Annex-17 অনুযায়ী সার্টিফাইড স্ক্রিনার এবং এভিয়েশন নিরাপত্তা প্রদানে দক্ষ মানবসম্পদ। তিনি আরো বলেন, “বাংলাদেশের সর্বাধিক ব্যস্ততম এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এভিয়েশন সিকিউরিটি সহ প্রতিটি সংস্থা নিরলস পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সকল সম্মানিত যাত্রীবৃন্দের নিরাপদ ও সাচ্ছন্দময় ভ্রমণ নিশ্চিত করছে।”