
এম হাসিম আলি, ডিব্রুগড় থেকে:রাজ্যের অন্যান্য অংশের মতো ডিব্রুগড়েও আজ (৩১-০৩-২০২৫) পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা এক মাস রোজা পালন করার পর ঐতিহ্যগতভাবে ঈদ উদযাপন করে। ডিব্রুগড়ের গ্রাহাম বাজারে অবস্থিত ডিব্রুগড় কেন্দ্রীয় ঈদগাহে প্রায় ৮,০০০ মানুষ ঈদের নামাজ আদায় করেন। সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার দৃশ্য ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে ঈদের নামাজের ইমামতি করেন ডিব্রুগড় পল্টন বাজার মসজিদের প্রধান ইমাম হাফিজ কারী মৌলানা মোহাম্মদ তানভীর চাকভী আশরফী। নামাজ শেষে, ইমাম সকল জাতি, ধর্ম, ভাষা ও বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা প্রদান করেন এবং বিশ্ব শান্তির জন্য পরম করুণাময়ের দরবারে দু’হাত তুলে দোয়া করেন।ডিব্রুগড় ঈদগাহ কমিটির সম্পাদক আলহাজ আমানুল্লাহ আনসারি উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও কমিটির সম্পাদক আলহাজ চৌকত আলী ডিব্রুগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ডিব্রুগড় পৌরসভা, সংবাদ মাধ্যম ও ঈদগাহ কর্মীদের সহায়তার জন্য ধন্যবাদ জানান। ডিব্রুগড়ে আবহাওয়া অনুকূল থাকায়, আমোলাপট্টিতে অবস্থিত আলহাজ জালালউদ্দিন আহমেদ ঈদগাহে প্রায় ২,০০০ জন মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। এখানে ঈদের নামাজের ইমামতি করেন অসম জামিউল মাদ্রাসার হেডমৌলানা মঞ্জুর আহমেদ। তিনি বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। ডিব্রুগড়ের ৩০টি মসজিদে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন— ডাঃ সাজিদ আহমেদ (সভাপতি) ও নাসির সুলতান (সম্পাদক) – জাকাত অ্যান্ড ইমদাদ ফাউন্ডেশন, ডিব্রুগড়, নজীব হুসেইন সাবরী (কোষাধ্যক্ষ) – জাকাত অ্যান্ড ইমদাদ ফাউন্ডেশন , সেহির আহমদ (সভাপতি) ও এম হাসিম আলী (সম্পাদক) – সেন্টার ফর ইসলামিক স্টাডিজ,আব্দুল খালেক ও আলহাজ রফিক আহমেদ (সহ-সভাপতি) – সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, আলহাজ আমানুল্লাহ আনসারি (সভাপতি) ও আলহাজ চৌকত আলী (সম্পাদক) – ডিব্রুগড় ঈদগাহ কমিটিআব্দুল সাজিদ (কার্যকরী সভাপতি) – ডিব্রুগড় ঈদগাহ কমিটি , আলহাজ মৌলানা আইনান জুবেরী (সভাপতি) ও আলহাজ নাসিমুল গণি (সম্পাদক) – ডিব্রুগড় হিলাল কমিটি, আলহাজ মৌলানা সাবির আহমেদ (সভাপতি) ও আলহাজ মৌলানা আতীকুর রহমান কাসিমী (সম্পাদক) – ডিব্রুগড় ইমাম পরিষদ ,আলহাজ সাবির আহমেদ (সভাপতি) ও জাভেদ রহমান (সম্পাদক), – আলহাজ জালালউদ্দিন আহমেদ ঈদগাহ কমিটি, মোনিরউদ্দিন আহমেদ (সভাপতি) ও আরিফউদ্দিন আহমেদ (সম্পাদক) – দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত (মেয়েদের মাদ্রাসা), ডিব্রুগড় এই সংস্থাগুলি ও ব্যক্তিরা ঈদ মোবারক জানিয়ে শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা প্রদান করেছেন।