আন্তর্জাতিকপ্রবাস

ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রয়াণ দিবস উদযাপন

টাইমস ২৪ ডটনেট :সম্প্রতি ২৯ মার্চ শুক্রবার গড়িয়ার আজাদ হিন্দ পাঠাগারের প্রেক্ষাগৃহে আনন্দবাহারের উদ্যোগে পালিত হলো বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ধীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস। প্রসঙ্গত আজকের দিনে সাবেক পূর্ব পাকিস্তানে পাক সেনাবাহিনী নৃশংসভাবে হত্যা করে অঅশীতিপর ধীরেন্দ্রনাথ দত্তকে। এদিন ধীরেন্দ্রনাথের বাংলা ভাষা রক্ষার জন্য অবদান ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন প্রাক্তন আমলা ও প্রাবন্ধিক প্রদীপ কুমার চৌধুরী, শিক্ষাবিদ অমিতাভ কর, অধ্যাপক সৌমিত্র সিনহা সহ নেতাজি গবেষক তন্ময় দত্তগুপ্ত। শহীদ কন্যা মনীষা পুরকায়স্থের তাঁর বাবার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পাঠ করেন অধ্যাপিকা শর্মিষ্ঠা সিনহা। শিল্পী গৌতম পলমলের উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে সভার সূচনা হয়। ধীরেন্দ্রনাথকে নিয়ে গানে কবিতায় অংশ নেন কবি মদন চক্রবর্তী শিশু শিল্পী স্নেহা সরদার ও প্রখ্যাত বাউল শিল্পী গনেশ চন্দ্র রায়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন পদার্পণ গোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠনটির মূল উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের স্বাগত ভাষণ পাঠ করেন আনন্দবাহারের সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক মাখনলাল প্রধান। এদিন বেশ কয়েকজন গুণী মানুষের হাতে ধীরেন্দ্রনাথ দত্ত স্মারক প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট কবি আরফিনা।

Related Articles

Back to top button