
এস.এম.নাহিদ:রাজধানীর *খিলক্ষেত থানাধীন ৪৩নং ওয়ার্ডের মস্তুল, ঢেলনা ও তলনা*—এই তিনটি গ্রামের একমাত্র ঈদগাহ *‘ঢেলনা ঈদগাহ ময়দান’*। এখানে আগামী *৩১ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৭টায়* পবিত্র *ঈদুল ফিতরের প্রধান জামাত* অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে *জনাব নাঈমের নেতৃত্বে* এলাকাবাসী ঈদের জামাত সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং মুসল্লিদের জন্য সুপরিসর স্থান নিশ্চিত করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও এলাকাবাসী ধর্মীয় উচ্ছ্বাস ও সৌহার্দ্যের সঙ্গে *পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য* ঢেলনা ঈদগাহ ময়দানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।