
টাইমস ২৪ ডটনেট: দক্ষিণ, কেরানীগঞ্জের ১ নং শুভাড্যা ইউনিয়নের তাতীলীগের সভাপতি মোল্লা ফারুক ছিনতাই,চাঁদাবাজি, মানুষ খুন, জমি দখলসহ বিভিন্ন ধরনের অনিয়মের কারণে কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে।
জানা যায়, কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীন ও তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুকের নেতৃত্বে প্রায় ১০০ জনের একটি সিন্ডিকেট ছিনতাই, চাঁদাবাজি, মানুষখুন, জমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে উক্ত এলাকার কয়েকজন মোল্লা ফারুক সিন্ডিকেটের প্রায় ৮০ জনের নামে থানায় অভিযোগ করেন। অভিযুক্ত আসামিগণের মধ্যে রয়েছে শাহিন আহম্মেদ উপজেলা চেয়ারম্যান (৫২), পিতা- মৃত নূরু ডাক্তার, বাঘের, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা,ইকবাল চেয়ারম্যান (৬০), পিতা-মৃত হেলাল মেম্বার, সাং- কালীগঞ্জ নামাপাড়া, থানা-দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা, ম.ই মামুন (৪০), পিতা- মোঃ কামাল হোসেন, সাং- নামাবাড়ী, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, মোঃ সাকু চেয়ারম্যান (৫৫), পিতা- মৃত নজু মুন্সি, সাং-নছমনগঞ্জ, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা,মোঃ খুশি চেয়ারম্যান (৬৫), পিতা- মৃত শাহজাহান, সাং- আগানগর বড় মসজিদ, থানা- দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, মোঃ সাইদুর রহমান ফারুক চেয়ারম্যান (৫০), পিতা- মৃত আতিক উল্লাহ চৌধুরী, হাজী ইনসান (৬৫), পিতা- মৃত আব্দুল আজিজ, সাইফুল ইসলাম (৪১), অলিউল্লাহ (৩৫) উভয় পিতা-হাজী ইনসান, জসিম আহমেদ নিরব (২৫), পিতা-মৃত আরদশ আলী, জালাল আহমেদ (৩৫), পিতা- মোঃ পিয়ার আলী,আঃ রশিদ (৫৫), পিতা- মৃত বাদশা মিয়া, শাহিন চৌধুরী (৪৫), পিতা-মৃত শাহজাহান, গাজী সৌরভ (৩০) পিতা- গাজী শামীম, ইউসুফ চৌধুরী (৪২), পিতা- মৃত নোয়াব মিয়া, সাইফুল ইসলাম জুম্মন (৩৫), পিতা- ইয়াকুব মাদবর,সিয়াম চৌধুরী (৩০), পিতা- হাজী নেওয়াজ আলী চৌধুরী, সায়েম (৩৯), পিতা-মৃত ওসমান গনি, দিলবার হোসেন (৫২), পিতা-মৃত নেওয়াজ আলী সরদার, আবুল হোসেন (৪৪) পিতা-মৃত সিদ্দিক সর্ব সাং- নতুনবাক্তার চর, মাহাবুব (৩০), পিতা- মৃত সিরাজ,মোঃ আসলাম (৫৫), পিতা-মৃত ওলী মিয়া, হবি (৫৫), পিতা-হানিফ ফকির, মারফত (৪৮), পিতা-মৃত আসকর, আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত হাবিবুল্লাহ, আসাদ উল্লাহ (৫০), পিতা-মৃত বাবর আলী, সর্ব সাং- ঘোষকান্দা, ০৯ ওয়ার্ড, কোন্ডা, জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মুল্লুক চাঁন, খায়রুদ্দিন (৫৫), পিতা-মৃত ইদ্রিস আলী, সুরুজ্জামন (৫৫), পিতা-মৃত আঃ খালেক, আবু তালেব (৬৫), পিতা-মুত নোয়াব আলী, রফিক মেম্বার (৩৫), পিতা-আবু তালেব মাদবর, শেখ জাবের (৩২), পিতা- মৃত ফুলচান, অপু (৩২), পিতা- আব্দুল, সর্ব সাং- আলুকান্দা, আমজাদ হোসেন (৫২), পিতা- মৃত মোতালেব মিয়া, তোফাজ্জল হোসেন (৪০), পিতা- মৃত মোতালেব মিয়া, মহিউদ্দিন (৩৮), পিতা- মৃত শাহজালাল,হারুন (৪৭), পিতা-মৃত শাহজাহান, দুদুমিয়া (৫৫), পিতা-মৃত চান মিয়া, মোঃ-মুল্লুকচান (৬৫), পিতা-মৃত আনসর আলী মাদবর, বিল্লাল (৫০), পিতা-মৃত তোতা মিয়া, সর্বসাং-বাক্তারচর, কোরবান আলী (৪৫), পিতা- শাহাজাহান, সাং কোন্ডাচর, হাজী আমজাদ (৪০), পিতা- হযরত আলী, রাসেল মেম্বার (৪০), পিতা-গিয়াসউদ্দীন, আল-আমিন (৩৫), পিতা-আলাউদ্দীন, বাবলু (৪০), পিতা- আবুল, মামুন (০৫), পিতা-ইমলাক, হানিফ (৪০), পিতা-তফিজ উদ্দিন, সুমন (৪০), পিতা- সরব আলী, মুজাম (৩৫), পিতা-হযরত,সোহেল (৪৫), পিতা-সত্তর, সর্ব সাং- ব্রাহ্মনগীও, মোল্লাফারুক (৪৫), পিতা-মৃত সফি ঢালী সাং শুভাঢ্যা পশ্চিমপাড়া, আসিফ (৪২), পিতা-দিদার হোসেন, মোঃ শান্ত (৩৭), পিতা- মোঃ ফকির, মোঃ সোহেল (৪২) পিতা- মোঃ হানিফ, সর্ব সাং- ব্রাহ্মনগাঁও, পলাশ মেম্বার (৪৫), পিতা- নিজাম উদ্দিন, মানিক মাহমুদ (৩৫), পিতা- লালু মিয়া,শুকুর আলী (৪৫), পিতা-মোঃ মজিদ মিয়া, আরিফ (৩২), পিতা- মৃত জয়নাল, ইদ্রিস আলী (৪২), পিতা-অজ্ঞাত, তাইফুল ইসলাম তায়েফ (৩৯), পিতা- খোকন মিয়া, কবির ভুইয়া (৪২), পিতা- অজ্ঞাত, আলমগীর (৪২), পিতা- তৈয়ব আলী, সাং- কাজীরগাঁও, সর্ব সাং- কাওটাইল, তাইজুদ্দিন (৪০), পিতা- মৃত কমর আলী, সাং- পূর্ব জাজিরা, এসি আলী (৫০), পিতা- আনোয়ার আলী, সাং- জাজিরা পুরাতন বোট ঘাট, আব্দুল হাই (৪৫), পিতা- কমর আলী, সাং- পূর্ব জাজিরা, বাবুল কর্মকার (৪২), পিতা-বাবুল পোদ্দার, সাং-জাজিরা সাধুর বাজার, সুজন (৪৫), পিতা- জজ মিয়া, সাং-সাধুরবাজার, আনোয়ার হোসেন (৪৫), পিতা- খলিল মিয়া, হাবিবুরর হমান (৪৫), পিতা- মফিজ উদ্দিন, সাং- জাজিরা বৌটঘাট, মাসুম মিয়া (৪২), পিতা- মফিজ উদ্দিন, রফিক মেম্বার (৫৫), পিতা- লাল চান মিয়া, উভয় সাং- জাজিরা চেয়ারম্যানবাড়ী, কাশেম (৬০), পিতা দৌলত মেম্বার, সাং-পূর্বজাজিরা, সুরুজ্জামান (৪০), পিতা-খালেক, দ্বীন ইসলাম,নাসির উদ্দিন, মিজানুর রহমান, মহিউদ্দিন, সায়েম আলীসহ নাম না জানা আরও অনেকেই এই সিন্ডিকেটের সদস্য।
মোল্লা ফারুক ও শাহিন চেয়ারম্যান সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে থানায় মামলা হওয়ার সত্যতা এবং আসামি হয়েছে কিনা এ বিষয়ে মন্তব্য জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাজারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ‘দৈনিক স্বাধীন সংবাদ’কে বলেন, আমরা আসামি ধরার চেষ্টা করছি।