বাংলাদেশ

বাদল মাস্টা‌রের প্রতি সু‌বিচার কর‌তে পা‌রি নাই : প‌রিবা‌রের কা‌ছে ক্ষমা চাই _ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ

মো. আ. জব্বার : সুদীর্ঘ দশ‌টি বছর বিনা‌বেত‌নে চাকরী ক‌রে গে‌াটা প‌রিবার নি‌য়ে মান‌বেতর জীবন যাপন করা অত‌্যন্ত ক‌ঠিন কাজ উ‌ল্লেখ ক‌রে শাপলা বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য় ও ক‌লে‌জে‌র ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ কি‌শোর চন্দ্র সাহা ব‌লেন, বাদল মাস্টারকে ২০১৪ সা‌লে শ্রেণি শাখা শিক্ষক হি‌সে‌বে অত্র প্রতিষ্ঠা‌ন কর্তৃপক্ষ নি‌য়োগ দিলেও আজও পর্যন্ত শ্রেণি শাখার অনু‌মোদ‌ন করা‌তে না পারায় তি‌নি এম‌পিওভূক্ত হ‌তে পা‌রেন নি। বাদল মাস্টার ১০‌টি বছর চাক‌রি কর‌লেন, অথচ বেতন না পে‌য়েই আজ পরপা‌রে পা‌রি জমা‌তে হ‌লো- আমরা বাদল মাস্টা‌রের প্রতি সু‌বিচার কর‌তে পা‌রিনাই। আজ আ‌মি মরহু‌মের প‌রিবা‌রের প্রতি ক্ষমা প্রার্থনা কর‌ছি এবং শোকাহত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জানা‌চ্ছি।
বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সকাল ১১টায় বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ মা‌ঠে মরহুম দে‌লোয়ার হো‌সেন বাদল মাস্টা‌রের জানাযা নামা‌জের পূ‌র্বে শাপলা বা‌লিকা স্কুল এন্ড ক‌লেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ কি‌শোর চন্দ্র সাহা এসব কথা ব‌লেন।
এসময় মরহু‌মের জীবন ও ক‌র্মের উপর স্মৃ‌তিচারণ ক‌রে বক্তব‌্য রা‌খেন পৌর বিএন‌পির আহ্বায়ক আলহাজ্ব এ‌কেএম শম‌সের আলী, উপ‌জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক শামসুর রহমান সুমন, কেশরগঞ্জ ডিগ্রী ক‌লে‌জের সা‌বেক সভাপ‌তি শাহ মোহাম্মদ আলমগীর, বিএন‌পি নেতা আইনু‌দ্দিন ডাক্তার, শাপলা বা‌লিকা স্কুল এন্ড ক‌লেজের শিক্ষক দে‌লোয়ার হো‌সেন, অন্বেষণ উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো: নিজাম উ‌দ্দিন খান, শিবগঞ্জ উচ্চ বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ‌মিরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফুলবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও স‌ন্তোষপুর উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রধান শিক্ষক আ,ম,ম,খলিলুর রহমান (মনসুর), নি‌শ্চিন্তপুর ম‌ডেল স্কু‌লের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব আব্দুল কা‌দের মাস্টার, পলাশীহাটা দা‌খিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইব্রা‌হিম খ‌লিল, প‌ু‌টিজানা ইউ‌নিয়ন যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি ওমর ফারুক, ইউ‌নিয়ন যুবদ‌ল নেতা হযরত আলী, প‌রিবা‌রের প‌ক্ষে কথা ব‌লেন মরহুমের বড়ভাই আ: হান্নান, ভা‌তিজা রুমান, জানাযা নামা‌জে ইমাম‌তি ক‌রেন মরহু‌মের ছোট ছে‌লে হা‌ফেজ মে‌হেদী হাসান, প‌রিচালনা ক‌রেন মরহু‌মের বন্ধু ও সহকর্মী আ: জ‌লিল।
এ ছাড়াও মরহু‌মের জানাযা নামা‌জে সরকার‌ি কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবা‌দিক, শিক্ষার্থী সহ সমা‌জের সকল পর্যা‌য়ের লোকজন উপ‌স্থিত ছি‌লেন।
উ‌ল্লেখ‌্য যে, শাপলা বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও ক‌লে‌জের স্কুল শাখার সহকারী শিক্ষক দে‌লোয়ার হো‌সেন বাদল (বাদল মাস্টার) গত বুধবার (২৬ মার্চ) বিকাল পৌ‌নে ৫টার দি‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাই‌হির রা‌জিউন। তি‌নি আ‌গের দিন সন্ধ‌্যায় হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তি‌নি স্ত্রী ও ২‌ছে‌লে সহ অসংখ‌্য আত্মীয় স্বজন রে‌খে‌গে‌ছেন।

শাপলা বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও ক‌লে‌জের স্কুল শাখার সহকারী শিক্ষক দে‌লোয়ার হো‌সেন বাদল (বাদল মাস্টার) এর মৃত‌্যু‌তে শাপলা বা‌লিকা ঊচ্চ বিদ‌্যাল‌য় ও ক‌লে‌জের শিক্ষকবৃন্দ,উপজেলা, পৌরসভা এবং ইউ‌নিয়ন বিএন‌পি ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দ, সাংবা‌দিক হা‌ফিজুল ইসলাম স্বপন, মো. আ. জব্বার পৃথক বিবৃ‌তি‌তে মরহু‌মের রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে শোকাহত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছে‌ন।

Related Articles

Back to top button