topআন্তর্জাতিক

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত বহু মানুষ, ভিয়েতনামেও আতঙ্ক

টাইমস ২৪ ডটনেট :মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবারের ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী থাইল্যান্ড ও ভিয়েতনামেও আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ভূগর্ভস্থ অগভীরে ৭.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ মাত্রার আফটারশক অনুভূত হয়। 

থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই জানান, এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও ৮১ জন আটকা রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সরকারি অফিসের জন্য নির্মিত বিশাল এই ভবনটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শুনতে পেয়েছি। শতাধিক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি হাসপাতালে অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালয়ে রক্তাক্ত অবস্থায় আহতদের অ্যাম্বুলেন্স, গাড়ি ও মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মান্ডালয় জেনারেল হাসপাতালের এক চিকিৎসক বলেন, এত বেশি সংখ্যক আহত আসছেন যে নার্সদের কটন সোয়াব ফুরিয়ে গেছে। দাঁড়ানোর জায়গাও নেই।

৪৫ বছর বয়সী ক্যি শুইন নামের এক নারী বলেন, তার ৩ বছর বয়সী মেয়ে ভূমিকম্পে মারা গেছে। তিনি বলেন, আমি নিচে নামতে দৌড় দেই, কিন্তু সময়মতো পৌঁছাতে পারিনি। সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাচ্ছি না।

 

Related Articles

Back to top button