
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নস্থ হাজী ফরিদ আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলেধরে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ফুলবাড়ীয়া উপজেলা শাখার সদস্য অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব ডা: মো: আব্দুল কুদ্দুস (বীরমুক্তিযোদ্ধা)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান চৌধুরী এর সভাপতিত্বে এতে বক্তাগণ বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আবুল হোসেন, মো. আশরাফুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক শাহ মো. রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক,কির্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।