বাংলাদেশ

অন্ধ এতিম মাদ্রাসার, বাচ্চাদের নিয়ে রোজাদার পথযাত্রীদের ইফতার বিতরণ

টাইমস ২৪🎯ডটনেট:এসএসসি ৯৫ ব্যাচ ঢাকা জেন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,অন্ধ এতিম মাদ্রাসার, বাচ্চাদের নিয়ে,রোজাদার পথযাত্রীদের বিভিন্ন জায়গা থেকে আগত বন্ধু প্রায়চার শতাধিক রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ দোয়ার আয়োজন করা হইয়াছে , ঢাকা জোনের নিজ কার্যালয়ে ১/১১পাইটি বাঁশেরপুল ডেমরা ঢাকা, উক্ত দোয়ায় বিভিন্ন এলাকা দূরদূরান্ত থেকে একত্রিত হয়েছে ব্যাচমেটরা, উক্ত ইফতার ও দোয়া শেষে, এসএসসি ৯৫ বেস্ট ঢাকা জোনের, সাজ্জাদ পারভেজ, পুরান ঢাকা। সৈয়দ উজ্জ্বল বরিশাল।আনোয়ার হোসেন, মানিকগঞ্জ ও সাইফুল ইসলাম সাভার এই নতুন চার উপদেষ্টা কে, ফুল দিয়ে অভিনন্দন জানায় ঢাকা জোনের উপদেষ্টা, অ্যাডমিন, মডারেটর, এক্সপার্ট সহ আমন্ত্রিত বন্ধু অতিথিরা, পরবর্তীতে সকল বন্ধুদের পরিচয় এর মধ্য দিয়ে রাতের খাবার পরিবেশিত হয়,উক্ত দোয়া ও ইফতার পার্টির সকলের সহযোগিতায় আল্লাহর অশেষ মেহেরবানীতে সুন্দরভাবে ভাবে সমাপ্তি হয়। এশার ও তারাবি নামাজের জন্য বিদায় নেয় এই ইফতার ও দোয়ায়, যে সকল বন্ধুরা অর্থ, সময়, পরিশ্রম, সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদের সবাইকে গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় গ্রুপের উপদেষ্টা, অ্যাডমিন মডারেটর ও এক্সপার্ট বন্ধুবৃন্দ

Related Articles

Back to top button