
টাইমস ২৪ ডটনেট :৪নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভাকে পরিকল্পিতভাবে গড়তে চান সাব্বির আহমেদ পাশাপাশি পৌরসভার সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করে জননিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করতে চান।
ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এখানকার খাস জমিগুলো উদ্ধার করে নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান নির্মাণের অঙ্গীকার করেন।
আর পঞ্চায়েত ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে এলাকার মাদক-সন্ত্রাসসহ নানা অপরাধ ও প্রতিবন্ধকতা কঠোরভাবে দমন করা।
মৌলভীবাজার পৌরসভা থানাধীন কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত।
সাব্বির আহমেদ একান্ত সাক্ষাৎকারে বলেন, পরিকল্পিত উন্নয়ন, পঞ্চায়েত ব্যবস্থার প্রসার, জননিরাপত্তায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ও প্রতিটি গলির প্রধান রাস্তায় নিরাপত্তা গেট স্থাপনসহ ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনব।
এছাড়া ওয়ার্ডের খাসজমি উদ্ধার করে এখানে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল, আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ ও খেলার মাঠের ব্যবস্থা করব। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করব।
এছাড়া ও মশক নিধন ব্যবস্থায় মেশিন ও ওষুধ ক্রয়, ময়লা-আবর্জনা জমে থাকা অভ্যন্তরীণ খাল ও ড্রেনগুলো পরিষ্কার করা । পাশাপাশি ফ্রি ওয়ারিশান সার্টিফিকেট ও প্রত্যয়নপত্রসহ সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম করব।
এছাড়া ওয়ার্ডে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক, খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র গড়ে তুলে দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই।
আমাকে ৪নং ওয়ার্ডের জনগণ যেভাবে কাছে পেয়েছেন, কাউন্সিলর নির্বাচিত হলে সেভাবেই এলাকাবাসী আমাকে সবসময় কাছে পাবেন বলে times 24 কে জানান।