
টাইমস ২৪🎯নেট: শুক্রবার লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকান্ডের জন্য বিমানবন্দর শাট-ডাউন করা হয়েছে। এই কারনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি২০১/২০২ সকাল ০৮:৪২ মিনিটে ঢাকা থেকে সিলেট অবতরণ করে সিলেট হতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে সকাল ১০:৪৬ মিনিটে উড্ডয়ন করে। যাত্রা পথে হিথ্রো এয়ারপোর্ট বন্ধের তথ্য পাওয়ার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উক্ত ফ্লাইট দুপুর ১:৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বিমানের সম্মানিত ২৪৯ জন যাত্রীদের বিমানের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার তথ্য পাওয়ার পরে আজকের উক্ত ফ্লাইটের যাত্রীদের জন্য লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লন্ডনের ফ্লাইট সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন বিমান কল সেন্টারে ১৩৬৩৬ নাম্বারে।
অনাকাঙ্ক্ষিত এবং নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতিতে উক্ত ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষভাবে দু:খ প্রকাশ করছে।