
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভূক্ত বেসরকারি গ্রন্থাগার জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি সানোয়ার হোসেনকে সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ, ২০২৫) গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ ও পরিচালনা কমিটির সভাপতি এবিএম জাকির হাসান কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
গ্রন্থাগার পরিচালনা কমিটিতে রাশেদুল ইসলাম সারোয়ার, মোঃ রিয়াজ আহমেদ ও জাহিদুল ইসলাম জুয়েল সহ-সভাপতি; মোঃ আরাফাত রহমান, ইমরুল কায়েছ তুষার, আশিকুল ইসলাম ইশাত ও আরিয়ান আহমেদ দেলোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাদীউল ইসলাম মিয়াদ, মোঃ জাহিদ হাসান ও মোছাঃ সূচি আক্তার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
পরিচালনা কমিটির অন্যান্যরা হচ্ছেন অর্থ সম্পাদক আবু সাইদ তন্ময়, দপ্তর সম্পাদক সম্পদ তালুকদার, প্রচার সম্পাদক মোঃ নিরব হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক সিরাতুল মোস্তাকিম মৌমিতা, পাঠচক্র বিষয়ক সম্পাদক তাফসিরুল তালুকদার লুব্ধ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদিল আহনাফ, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া মাহজাবিন, ক্রীড়া সম্পাদক মোঃ মারিফুল ইসলাম এবং পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক আলভী হোসেন নিহাত।
এছাড়াও জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রিয়াদ, মোঃ হুমায়ুন কবির, শোয়াইব হাসান শিবলী, জি.এম.মারুফ আল সোয়াদ, মোঃ তামিম, তৌকির আহমেদ তুষার, সাব্বির আলম নাহিদ, মেহেদি হাসান জাহিদ, জাকির হাসান কাউসার, ফয়সাল আহমেদ, আসাদুজ্জামান আকন্দ, মেহেদী হাসান আকাশ, কাউসার আহমেদ এবং ইমাম মেহেদী হাসান বর্তমান কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ জানান, “গ্রন্থাগারে গতিশীলতা আনয়নের জন্য এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছরই ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এছাড়াও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে পূর্বের কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক নতুন কমিটিতে একই দায়িত্ব পালন করতে পারেন না। সেই ধারাবাহিকতায় এবছরও নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।”
জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে গ্রন্থাগারের সার্বিক উন্নয়নে সকল পাঠক, সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।