
টাইমস ২৪ ডটনেট :গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের ২টি টিম সহকারী পরিচালক জনাব মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে উত্তরা সার্কেলের চৌকশ টিম ঢাকা মহানগরীর গুলশান থানাধীন শাহজাদপুর এবং যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে ২০০০০(বিশ হাজার) পিস ইয়াবাসহ ৪(চার)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৯-০৩-২০২৫ তারিখ সকাল ৬:৪৫ ঘটিকায় গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় হতে ১৪০০০(চৌদ্দ হাজার) ইয়াবাসহ মোহাম্মদ হাছান(২৮) পিতা- মৃত: বশির আহমেদ, মাতা-হাজেরা খাতুন, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার ও মিনু আরা (২৮),স্বামী- মোহাম্মদ হাছান, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার আসামীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে যাত্রাবাড়ী থানাধীন গোপালবাগ এলাকায় সকাল ০৯:০০ অপর পৃথক অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ আব্দুল মালেক(৪৮), পিতা- মৃত: কালা মিয়া প্রকাশ আব্দুর রহমান, মাতা- মৃত: হাজেরা খাতুন, থানা-নাইক্ষৎছড়ি, জেলা-বান্দরবান ও মোঃ সাঈদ(৩২), পিতা-শামছুল আলম, মাতা-মঞ্জুরা বেগম, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ইয়াবা সরবরাহ করতো। উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেরিন সুলতানা, উপপরিদর্শক, উত্তরা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০২(দুই)টি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, আসন্ন ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে মাদক পাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।